ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

চয়নিকা চৌধুরীর নাট্যনির্মাতা হিসেবে ১৫ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত : ১৮:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নুহাশপল্লীতে নাট্যকার চয়নিকা চৌধুরীর নাট্যনির্মাতা হিসেবে ১৫ বছর পূর্তি উদযাপন উৎসব হয়েছে। ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরের নুহাশপল্লীতে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর নির্মাতা হিসেবে ১৫ বছর পূর্তি উদযাপন করা হয়। দুপুরে নুহাশপল্লীর বাগানে ১৫টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। এসময় চয়নিকা চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন, অভিনেতা ও নির্মাতারা। সৃজনশীল ও ব্যক্তিত্ব বিষয়ক প্রতিষ্ঠান সোনা রঙ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৫ বছর আগে ‘শেষ বেলা’ নাটকের মাধ্যমে চয়নিকা চৌধুরী নাট্যনির্মাণ শুরু করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি