ঢাকা, বুধবার   ০৫ নভেম্বর ২০২৫

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ৪ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের (জকসু) তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বুধবার। একই সাথে, এদিন নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন,বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখ জানা যাবে।  আমরা তফশিল এবং আচরণবিধি নিয়ে কাজ করছি। 

এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি দাওয়া বিষয়ে অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমরা তাদের দাবিগুলো শুনেছি। 

এর আগে, ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খচড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়। 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি