ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

জনতার কাতারে আসলে, বিএনপি’র সাথে জাতীয় ঐক্য হতে পারেঃ হানিফ

প্রকাশিত : ১৪:২৩, ২১ জুন ২০১৬ | আপডেট: ১৪:২৩, ২১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

জামাত, যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সঙ্গ ছেড়ে জনতার কাতারে আসলে, বিএনপি’র সাথে জাতীয় ঐক্য হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ২৩ জুন আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন। হানিফ আরো বলেন, গুপ্ত হত্যা চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও জনগণের মধ্যে ভীতি তৈরীর অপচেষ্টা চলছে। তিনি জানান, বিএনপি-জামাতের গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র আগেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি