জনস্বার্থে আরো কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন গয়েশ্বর
প্রকাশিত : ১৪:৪৯, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৪৯, ৩ মার্চ ২০১৭
শুধু অবস্থান প্রতিবাদ নয়, জনস্বার্থে আরো কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবাষির্কীতে সংগঠনের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ^র চন্দ্র রায় বলেন, কোনো কর্মসূচীতেই বাধা দিয়ে আটকাতে পারবে না সরকার। গনবিরোধী যেকোনো সিদ্ধান্ত প্রতিহত করতে প্রতিরোধ কর্মসূচী পালন করা হবে বলেও জানান তিনি। এছাড়া বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন গয়েশ^র চন্দ্র রায়।
আরও পড়ুন