ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

জবির প্রকল্প অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস স্থাপন ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প একনেক সভায় চুড়ান্তভাবে অনুমোদন হওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।  

মিছিল শেষে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রাসেল বক্তব্য দেন। এ সময় শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের জন্য এক হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি