ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

জবির শিক্ষার্থী নিরব বাঁচতে চায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৬:২৩, ১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

পরিবারের বাতিঘর হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছিলেন এ এইচ মোখলেসুর রহমান হাসান ওরফে (নিরব)। পড়ছেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগে। কিন্তু নিরব ক্যান্সারে আক্রান্ত। এখন সে বাঁচতে চায়। নিরবের চিকিৎসার জন্য প্রতিদিন গুণতে হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়ছে।

সাতক্ষীরার সুন্দরবন গ্রামের নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মায়ের চার সন্তানের মধ্যে সবার ছোট।

নিরব বলেন, আমি ক্যান্সারে আক্রান্ত। যদি আমি একটু সহায়তা চাই। আজ আমি নিঃস্ব। যেখানে আজ আমার স্বপ্নের দিন গোনার কথা সেখানে আজ আমি মৃত্যুর দিন গুনছি। নিজের ফেসবুক ওয়ালে এভাবেই আবেগজড়িত হয়ে সাহায্যের আহ্বান জানিয়েছেন মোখলেসুর হাসান নিরব।

তিনি আরও লিখেছেন, ‘আমার পাকস্থলীতে ক্যান্সার, একদিনে হয়নি। সত্যি বলছি ভাই! আমার কাছে বেশির ভাগ সময় দুইটা টাকাও থাকত না। এখানেও আবার অনেকে বলবেন বাবা মাকে কেন বলনি? জেদি ছিলাম, দৃঢ় চিত্তের ছিলাম হারতে নারাজ ছিলাম। আমার পোশাকগুলা নিউমার্কেটের ফুটপাত থেকে ১৫০-২০০ টাকার মধ্যে খুঁজে নিতাম। গুলিস্তান ফুলবাড়িয়া ফাইওভারের নিচ থেকে তিন হাজার টাকার জুতা ৩০০ টাকায় কিনতাম। সেটাই বন্ধুর কাছে বাড়িয়ে বলে নিছক আনন্দ হত।’

বন্ধু অনুপ সরকারের কাছ থেকে জানা যায়, নিরবের পাকস্থলীতে ক্যান্সার হয়েছিল। তিনি চিকিৎসা নিচ্ছিলেন কিন্তু পরে লিভারে পানি জমে আরও জটিলতা সৃষ্টি করে। বর্তমানে তিনি সাতক্ষীরার ফারজানা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নিরব সুন্দর এই পৃথিবীতে বাঁচতে চায়। এ জন্য সবার কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। নিরবকে সাহায্য পাঠানোর ঠিকানা-


বিকাশ (পার্সোনাল): ০১৭৬৭০১৯২১৬

ডাচবাংলা মোবাইল ব্যাংকিং: ০১৮২৫৭৫৪৫৯৫-৮, ০১৯৩৯৬৫১১৯৪-৮,

অগ্রণী ব্যাংক লিমিটেড: এ.এইচ. মোকলেসুর রহমান, সঞ্চয়ী হিসাব নং: ০২০০০০৯৮০৩৩৬৪

সরাসরি যোগাযোগ করা যাবে হাসানের বাবা কাজী এনামুল হকের মোবাইল নম্বর ০১৭১৬১৬৬১৫৯

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি