ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

জবি উপাচার্যের সঙ্গে শুভসংঘের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

জবি প্রতিনিধিঃ

প্রকাশিত : ১৮:৩১, ১৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমানের সঙ্গে শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় হয়েছে। মঙ্গলবার উপাচার্যের নিজ কার্যালয়ে শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি শুভেচ্ছা বিনিময় করে।

শুভেচ্ছা বিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, কালের কণ্ঠ’র এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে থাকে। তাই তোমরা যেকোন অনুষ্ঠান আয়োজন কর আমি সার্বিক সহযোগিতা করব। সেই সাথে শুভসংঘের পাশে থাকব।

এসময় শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির সভাপতি ইমা আক্তার, সাধারণ সম্পাদক তানভীর হোসাঈন, সিনিয়র সহ-সভাপতি তাহমিনা আক্তার, আশরাফুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রাফসান জানি, প্রচার সম্পাদক মাসুদ রানা, সহপ্রকাশনা সম্পাদক আবু সালেহ আতিফ, সহকোষাধ্যক্ষ মামুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বৃহস্পতিবার শুভসংঘ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি