জমির নামজারীর প্রতারণায় সাবেক ইউপি সদস্যের কারাদণ্ড
প্রকাশিত : ১১:১০, ২২ আগস্ট ২০২২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমির নামজারী প্রতারণায় বক্সনগর ইউনিয়নের সাবেক সদস্য সাব্বির হোসেনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার (২১ আগস্ট) দুপুরে নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম এই সাজা দেন।
জানা যায়, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে জমির নামজারীর প্রতারণায় লিপ্ত এবং সরকারি নির্ধারিত ফি’র চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করেন। এছাড়া নামজারি করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এমন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে রোববার দুপুরে সদর ভূমি অফিসে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সোহেল মোল্লা বলেন, সাব্বির হোসেনকে ভ্রাম্যমান আদালত ৭ দিনের কারাদণ্ড দিয়েছে। সোমবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল হালিম।
এএইচ
আরও পড়ুন