ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

জর্জিয়ার বাঙালি সিনেটর হলেন শেখ রহমান

প্রকাশিত : ১০:৩৫, ২২ মে ২০১৯ | আপডেট: ১০:৪৪, ২২ মে ২০১৯

Ekushey Television Ltd.

মার্কিন মূলধারার রাজনীতিতে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের সন্তান শেখ রহমান। প্রথম বাঙালি হিসেবে জর্জিয়া স্টেটের সিনেটর সম্প্রতি দেশে এসেছেন। কিশোরগঞ্জের শেখ রহমান এসেছিলেন একুশে টেলিভিশনেও। বিশেষ সাক্ষাৎকারে তুলে ধরলেন বাংলাদেশ নিয়ে তার গর্বের কথা। যুক্তরাষ্ট্রে যথাযথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে উদ্যোগ নেয়ার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা রাখারও অঙ্গীকার করেন সিনেটর শেখ রহমান।

সুদূর মার্কিন মুলুকে মূলধারার রাজনীতিতে কিশোরগঞ্জের ছেলে শেখ রহমান। যুক্তরাষ্ট্রে জর্জিয়া অঙ্গরাজ্যে প্রথম বাংলাদেশি সিনেটর তিনি। গেল মে মাসে চারবারের সিনেটর রিপাবলিকান কার্ট থম্পসনকে হারিয়ে জয় ছিনিয়ে নেন ডেমোক্র্যাট শেখ রহমান।

আশির দশকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। একবার প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়াতে স্বেচ্ছাসেবীর কাজ করতে গিয়েই জড়িয়ে পড়েন রাজনীতিতে। ধীরে ধীরে এশিয়াসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর আস্থা অর্জন করেন তিনি। সিনেটর নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দেশে এলেন শেখ রহমান। একান্ত সাক্ষাৎকারে তুলে ধরলেন দেশের প্রতি তার টানের কথা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি