ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ১৪ জুলাই ২০১৭ | আপডেট: ১০:৩৮, ১৪ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

জলবায়ু পরিবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাস্তিল ডে উৎযাপনের আগেই প্যারিস চুক্তির সম্মানে জলবায়ু পরিবর্তন বিষয়ে কিছু একটা হতে পারে বলেও জানান তিনি। খবর বিবিসির।

মাত্র দেড় মাস আগে জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তিনি এখন দুই দিনের সফরে ফ্রান্সে রয়েছেন।

শুক্রবারের বাস্তিল ডে উৎযাপনের আগে মার্কিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট সংবাদ সম্মেলনে করেন। সম্মেলনে দুই দেশের মতপার্থক্যের বিষয়টি উঠে আসে।

মার্কিন প্রেসিডেন্টের এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই নেতার দুই রকম মত উত্তেজনা তৈরি করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তকে সম্মান করি। পাশাপাশি আমি মনে করি যুক্তরাষ্ট্র ওই চুক্তির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।

এর পরেই ট্রাম্প তাদের অবস্থান পরিবর্তন করতে পারেন বলে ইঙ্গিত দেন।তিনি বলেন, প্যারিস চুক্তির সম্মানে কিছু একটা ঘটতে পারে। তবে তিনি বিষয়টি পরিস্কার করে কিছু বলেননি।গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসেন।

জলবায়ু চুক্তি ইস্যুতেই গত সপ্তাহান্তে জি-২০ সম্মেলনে ট্রাম্প অনেকটা একঘরে হয়ে পরেন। মার্কিন একজন কূটনৈতিক উইলিয়াম জরডান বলেছেন প্যারিসে ট্রাম্পের এই সফর তাঁর জন্য একটা সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে যাতে বিশ্ব তাঁকে গুরুত্ব দেয়।

এদিকে ট্রাম্পের এই সফরকে ঘিরে বিক্ষোভ হওয়ার আশঙ্কা রয়েছে প্যারিসে। বিক্ষোভকারীরা ‌‌‌নো ট্রাম্প ‌‌জোন করার পরিকল্পনা করছে। ফেসবুকে একটি ইভেন্ট পেজ খোলা হয়েছে ‘ ট্রাম্প ইজ নট ওয়েলকাম ইন প্যারিস’ নামে।

//আর//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি