ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

জাকসুতে সেনা মোতায়েন চেয়ে কমিশনের চিঠি

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৫, ২১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নির্বিঘ্নে রাখতে সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। 

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা নির্বাচনে ৩ দিন যথাক্রমে ১০, নির্বাচনের ১১ ও নির্বাচনের পরের দিন ১২ তারিখ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছি। 

এদিকে, গত দু'দিন জাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য মোট ৩২৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা দুটা পর্যন্ত এ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

প্রায় ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাকসু নির্বাচনে ভোটগ্রহণ। এতে ১৯ হাজার ৯শ’ ২০ জন ভোটার ভোট দিতে পারবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি