ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাকসু নির্বাচনের আগে ছাত্রলীগের বিচার দাবি জাবি ছাত্রদলের

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৭, ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাবি ছাত্রদল।

আজ শনিবার সকাল ১১টার দিকে ক‍্যাম্পাসের ট্রান্সপোর্ট চত্বর থেকে শাখা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোঃ বাবর, সদস‍্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ অন‍্যান‍্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় তারা সুষ্ঠুভাবে জাকসু নির্বাচনের স্বার্থে তফসিল ঘোষণার আগে জুলাই আন্দোলন চলাকালে রাতের অন্ধকারে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগের বিচার দাবি করেন। 

পরে এ প্রেক্ষিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি