জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংশোধন, গেজেট প্রকাশ
প্রকাশিত : ১২:২৩, ৫ আগস্ট ২০২৫

জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করা হয়েছে।
জনসাধারণের জ্ঞাতার্থে সোমবার এটি গেজেট আকারে প্রকাশ করা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ সংশোধনের উদ্দেশ্যে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ অধ্যাদেশে ২০১৮ সালের ৪৯নং আইনের ২, ৪, ৭, ৮, ১২, ১৩ ও ১৪ ধারায় সংশোধন আনা হয়েছে। এছাড়া, ২০১৮ সালের ৪৯ নং আইনে ‘ধারা ৮ ক’ সন্নিবেশ করা হয়েছে এবং ধারা ৯ প্রতিস্থাপিত হয়েছে।
সংশোধিত ধারা ৯-এ বলা হয়েছে যে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পরিষদের ভাইস চেয়ারম্যান হবেন।
এএইচ
আরও পড়ুন