ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

জাবি সাংবাদিক সমিতির সভাপতি আসাদ, সম্পাদক মাহবুব

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৯:৫০, ২৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (জাবিসাস) ২০২০ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দ্যা ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলম নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খালেদ কুদ্দুস নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

কার্যকরী পরিষদে নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি রাহুল এম ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলানিউজ২৪.কমের আবির আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ পদে দ্যা ডেইলি অবজার্ভারের প্রতিনিধি তারেক আজীজ শ্রাবন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে বার্তা২৪.কমের প্রতিনিধি রুদ্র আজাদ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি বেলাল হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) প্রতিনিধি ওসমান গনি রাসেল ও বার্তা বাজারের প্রতিনিধি ইমরান হোসাইন হিমু নির্বাচিত হয়েছে।

নবনির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি