ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জি কে গউছের জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশিত : ১৬:১৩, ১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৬:১৩, ১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে হবিগঞ্জের দায়রা জজ মো. আতাবুল্লাহ এ আদেশ দেন। গত ২৩সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইবুলনালে স্থানান্তর করা হয়। পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য মামলাটি হবিগঞ্জের দায়রা জজ আদালতে ফেরত পাঠানো হয়। গউছের পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে তা নামঞ্জুর হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি