ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৩১ অক্টোবর ২০১৭ | আপডেট: ০৯:১৩, ১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ বুধবার থেকে। এ বছর মোট হাজার ৮শ৩৪টি কেন্দ্রে পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবেশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি বছর ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেবে। এরমধ্যে ছাত্র রয়েছেন ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন এবং ছাত্রী রয়েছেন ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন।

এ দুই পরিক্ষায় চলতি বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২ শ’ ৬৪ জন বেড়েছে। পাশাপাশি, গত বছরের তুলনায় ৫৬ হাজার ৪৫ জন পরীক্ষার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এজন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও ১শ’টি বাড়ানো হয়েছে।

এ বছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ৯৬ হাজার ২শ’ ১২ জন এবং জেডিসি পরীক্ষায় ১৪ হাজার ৩শ’ ৬৭ জন।

মন্ত্রণালয় সূত্র জানায়, এবার বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট ৯টি কেন্দ্রে ৬শ’ ৫৯ জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশে নিচ্ছেন।

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি