ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

‘জোর কদমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘জোর কদমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন- ২০৩০ সাল নাগাদ ২৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।’

আজ শনিবার বাংলা একাডেমিতে তার লেখা চারটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় ড. আতিউর রহমান ম্যাক্রো অর্থনীতির অভাবনীয় রুপান্তর, টেকসই উন্নয়ন ও দারিদ্র নিরসন, আর্থিক অন্তর্ভুক্তিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সৃজনশীল ভূমিকা, অর্থনীতির সবুজায়ন, মানব উন্নয়ন ও নেতৃত্বেও বিকাশ, এশিয় আর্থিক সংকট, আঞ্চলিক সংযোগ, সামাজিক দায়বদ্ধতাসহ সাধারণ মানুষের কল্যাণধর্মী উন্নয়ন অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালিদ বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে আয় বৈষম্য কিছুটা বাড়লেও সার্বিক অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে গেছে। এসময় প্রতিবেশী দেশ ভারত, চীন ও সিঙ্গাপুরের উদাহরণ টানেন তিনি।

ইব্রাহিম খালিদ বলেন, বাংলাদেশের জিডিপি বেড়েছে ঠিক কিন্তু বৈষম্য দীর্ঘায়িত হচ্ছে ।

ড. আতিউর রহমানের প্রকশিত বইগুলো হচ্ছে, ‘শেখ মুজিব : বাংলাদেশের আরেক নাম’, ‘ফরম এ্যাসেস টু প্রোস্পারটি’, ‘প্রান্তজনের স্বপক্ষে’ এবং ‘নিশিদিন ভরসা রাখিস’।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। এছাড়া আলোচনায় অংশ লেখক সেলিনা হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এবং বিআইবিয়ামের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি