জোহর দারুল তা’জিমকে ৩-১ গোলে হারিয়েছে বেঙ্গালুরু
প্রকাশিত : ১৮:৫১, ২০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৫১, ২০ অক্টোবর ২০১৬
এএফসি কাপের দ্বিতীয় লেগে জোহর দারুল তা’জিমকে ৩-১ গোলে হারিয়ে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ফাইনালে উঠেছে বেঙ্গালুরু।
ঘরের মাঠে ম্যাচের প্রথমেই পিছিয়ে পরে বেঙ্গালুরু। ১১ মিনিটে মালয়েশিয়ান মিডফিল্ডার শফিক রহিম গোল করলে ১-০তে এগিয়ে যায় জোহর দারুল তা’জিম। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে বেঙ্গালুরু। ৪১ মিনিটে সমতায় ফেরানোর গোলটি করেন সুনিল ছেত্রী। প্রথমার্ধে ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুদল। ৬৭ মিনিটে আরো একটি গোল করে নিজের ও দলের ব্যবধান বাড়ান বেঙ্গালুুরুর স্ট্রাইকার সুনিল। আর ৭৫ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন জুয়ান আন্তনিও। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জয় নিয়েই প্রথমবারের মতো এএফসি কাপের ফাইনালে উঠে বেঙ্গালুরু।
আরও পড়ুন