ঢাকা, মঙ্গলবার   ২০ জানুয়ারি ২০২৬

ঝিনাইদহ-৪ আসনের সতন্ত্র প্রার্থী ফিরোজকে বিএনপি থেকে বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৫, ২০ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্যাডে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি দলীয় মনোনিত প্রার্থী রাশেদ খাঁনের বিরুদ্ধে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অংশগ্রহণ করেছেন সাইফুল ইসলাম ফিরোজ।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য আপনাকে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সাথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিস্কা করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। 

এর অনুলিপি  খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার বিশ্বাস ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে সাইফুল ইসলাম ফিরোজ জানান, দল আমাকে বহিষ্কার করেছে কিনা তা আমি এখনো জানি না। তবে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আজ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন ছিল। আমি প্রত্যাহার করিনি। আমি এখনো নির্বাচনী মাঠে আছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি