ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

টাইগার এখন সিঙ্গেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ১ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

এমন বার্তা শুনতে যেমন অনেকেরই ইচ্ছা ছিলো, ঠিক তেমনি অনেকেই হয়তোবা নয়। তবে সব পেরিয়ে টাইগার শ্রফ জানালেন, আমি সিঙ্গেল।

এর পর থেকেই এদিক সেদিকে প্রশ্নের উঁকিঝুঁকি, তবে কি, দিশা পটানি ইতি? যদিও তা নিয়ে আলোচনা অনেকদিন ধরেই। তবে নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি টাইগার-দিশার কেউই। 

তবে এদিন নিজের অনেক তথ্যই ফাঁস করলেন অভিনেতা। করণ জোহরের শো-তে এসে জানিয়ে দিলেন নিজের সম্পর্কের আসল সত্য। টাইগার বলেন, “আমি সিঙ্গল, কোনও সম্পর্কেই নেই। এক জনকে ভাল লাগতো। তবে সে দিশা নয়।”

আবার ফাঁস করলেন তার ভাল লাগার মানুষের নাম। টাইগার বলেন, “আমার বহু দিন ধরেই এক জনকে ভাল লাগে। তবে তিনি দিশা নন। তিনি হলেন শ্রদ্ধা কাপুর। আমার ওকে দারুণ লাগে।”

টাইগার আরও বলেন, “স্কুলে পড়াকালীনই ওর প্রতি আমার অদ্ভুত ভাল লাগা তৈরি হয়েছিল। কিন্তু বেশ ভয়ও লাগত। দূর থেকে তাকিয়ে থাকতাম শ্রদ্ধার দিকে।”

প্রসঙ্গত, ‘বাঘি’ সিনেমাতে টাইগার এবং শ্রদ্ধাকে একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শক। ‘বাঘি ৩’-এ আবারও তাদের একসঙ্গে দেখবে দর্শক।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি