ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দিচ্ছে দালালরা

প্রকাশিত : ১০:০৮, ২৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৮, ২৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দিচ্ছে দালালরা। মিয়ানমারের আরকান প্রদেশে সাম্প্রতিক সহিংসতার সুযোগ নিয়ে দুই পারের দালালরা শুরু করেছে এই ব্যবসা। এলাকার দালালদের দায়ী করে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারাও জানান, ৪ দিনে ১১ দালালকে সাজাও দেয়া হলেও কমছে না দৌরাত্ব। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলছে রোহিঙ্গাদের ওপর নির্যাতন। এই নির্যাতন, নিপিড়নের হাত থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে চাইছে বহু রোহিঙ্গা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে টাকা হাতিয়ে সীমান্ত পাড়াপারের ব্যবস্থা করছে দালাল চক্র। জনপ্রতি গড়ে  ১ হাজার থেকে ১৫শ টাকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহায়তা করছে দালালরা। এদিকে, রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি অস্বীকার করেননি বিজিবি’র মহাপরিচালক। বিজিবি-বিজিপির পতাকা বৈঠকের পর আরো জোরদার করা হয়েছে সীমান্তে টহল। গেলো এক সপ্তাহে ৮শ’র ও বেশি অনুপ্রবেশকারি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি