ঢাকা, রবিবার   ২৬ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ২৬ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য মিছিল করেছে টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক আহবায়ক খন্দকার আহমেদুল হক সাতিল।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের পিটিআই মাঠ থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, নিরালা মোড়, ডিস্টিক রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পিটিআই মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আহমেদুল হক সাতিল। তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই। জনগণের সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, শহর বিএনপির সাবেক সহ সভাপতি শামসুজ্জামান রন্টু, জেলা যুবদলের সাবেক নেতা কামরুজ্জামান সহ প্রায় হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘তারেক রহমানের ৩১ দফা মানতে হবে’, ‘দেশ বাঁচাতে ৩১ দফার সরকার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি