ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ঢাকা থেকে উত্তববঙ্গগামী একটি যাত্রীবাস বিপরীত গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত ও অন্তত ১৫ বাস যাত্রী আহত হয়। নিহত ও আহত সবাই বাসের যাত্রী।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশংকাজনক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি