ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

টেনিসি’র বন্যা বড় বিপর্যয় : বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ২৪ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যের প্রাকৃতিক দুর্যোগকে বড় ধরণের বিপর্যয় হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি সেখানকার জন্য ফেডারেল তহবিল অনুমোদন করেছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে মঙ্গলবার এ কথা বলা হয়েছে। 

এদিকে টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ২১ জন প্রাণ হারিয়েছে। রাজ্যটিতে শনিবার তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি হয়েছে যাকে আবহাওয়াবিদরা ঐতিহাসিক বলে বর্ণনা করেছে। টেনিসিতে ১৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বাইডেনের এ উদ্যোগের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হামফ্রেইস কাউন্টির লোকজন ফেডারেল সহায়তা পাবে। 

হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, এ অর্থ দিয়ে লোকদের জন্য অস্থায়ী বাড়িঘর নির্মাণ এবং বাড়িঘর মেরামতের কাজ করা হবে। 

এছাড়া যাদের বীমাহীন সম্পত্তির ক্ষতি হয়েছে তাদের স্বল্পখরচে ঋণসুবিধাও দেয়া হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি