ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

টেলিভিশন ক্লাসের মাধ্যমিকের নতুন রুটিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টেলিভিশনে গত ২৯ মার্চ সকাল ৯টা ৫ মিনিটে ষষ্ঠ শ্রেণির ইংরেজি ক্লাসের মধ্য দিয়ে মাধ্যমিকের ক্লাস সম্প্রচার শুরু হয়। এই কার্যক্রমের চলতি সপ্তাহের নতুন সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

নতুন রুটিন অনুযায়ী, মাধ্যমিকে ৯ থেকে ১১ জুন পর্যন্ত তিনটি ধাপে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১০টি ক্লাস করানো হবে। সকাল ১১টা ৫ মিনিটে শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এসব ক্লাস সম্প্রচার হবে। ২০ মিনিটের প্রতিটি ক্লাসে শিক্ষার্থীদের জন্য প্রতিদিন বাসার কাজ দেওয়া হবে।

বাসার কাজের উত্তপত্র পরদিন দেখানো হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের মূল্যায়ন নম্বর দেওয়া হবে। পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া ক্লাসগুলো কিশোর বাতায়নেও দেওয়া হবে।

এছাড়াও ফেসবুক পেজ ও অধিদফতরের ওয়েবসাইটে সম্প্রচারিত ক্লাসগুলো শিক্ষার্থীরা যেকোনো সময়ে দেখতে পারবে বলে জানা গেছে। ইউটিউবেও যেকোনো সময় ক্লাসগুলো দেখা যাবে। ক্লাস রুটিন পাওয়া যাবে এই ওয়েবপেজে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি