ডেঙ্গুতে নয় মাসে মৃত্যু ২০০ জনের
প্রকাশিত : ১৮:৪৭, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৪৯, ১ অক্টোবর ২০২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের । চলতি বছরের নয় মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো মোট ২০০ জনের । একই সময়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন ডেঙ্গুরোগী।
বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় ৪৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৫ হাজার ২৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
উল্লেখ্য,চলতি বছরের ১ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৩২ জন। এর মধ্যে ৬০ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক চার শতাংশ নারী রয়েছে।
এমআর//
আরও পড়ুন