ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ডেন্টাল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ১০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২৫, ১০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোনো ধরনের অনিয়ম ছাড়া সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণভাবে ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, আজ ডেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগেও আমরা এমবিবিএস পরীক্ষা নিয়েছি। সেখানে প্রায় ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছে। সেখানেও কোনো ধরনের অনিয়ম হয়নি। প্রশ্নফাঁসের প্রশ্নই আসে না। আশা করছি, এবারও আমরা আগের মতো কোনো ধরনের অনিয়ম ছাড়া পরীক্ষা সম্পন্ন করতে পারব।

তিনি আরো বলেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন। তার সময়ে নারীর ক্ষমতায়ন বাড়ছে। মেয়েরা চিকিৎসা শাস্ত্রে পড়ালেখায় আরও আগ্রহী হয়ে ওঠেছে। মেয়েরা এগিয়ে যাচ্ছে। তাদের পড়াশোনা অনেক বেড়েছে।

পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা সমস্যা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন জাহিদ মালেক।

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি