ড্রাইভিং শিখতে গিয়ে প্রাইভেটকার নিয়ে পুকুরে, যুবকের মৃত্যু
প্রকাশিত : ১২:৪২, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইকেটকার নিয়ে পুকুরে পড়ে রাজিব হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে জিরতলী ইউনিয়নের কাজী নগর সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব জিরতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি একজন সিএনজি চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি চালক রাজিব দুপুরের দিকে তার একজন পরিচিত ব্যক্তির প্রাইভেটকার নিয়ে নিজে নিজে ড্রাইভিং করছিল। গাড়ি চালানোর একপর্যায়ে সড়কের পার্শ্বরর্তী কাজী নগর এলাকার সড়কে প্রবেশ করেন তিনি। এসময় সে গাড়ি নিয়ে সর্দার বাড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরের মধ্যে পড়ে যায়।
পরে স্থানীয় লোকজন ডুবন্ত গাড়ি থেকে রাজিবকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিব পেশায় একজন সিএনজি চালক ছিল। তার পরিবার বলছে রাজিবের ইচ্ছে ছিল প্রাইভেটকার চালানো, তাই সে নিজে নিজে প্রশিক্ষণ নিতে গিয়ে এ ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন