ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দর্শনায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে এ সংঘর্ষ হয়।

খুলনা-রাজশাহী ও খুলনা-চিলাহাটি রুটের ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

আহতদের একজনের নাম রায়হান হাসান। তিনি দুর্ঘটনাকবলিত একটি মালবাহী ট্রেনের চালক।

চুয়াডাঙ্গার রেলস্টেশন সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দর্শনা রেলইয়ার্ডে ঢোকার আগে ভুল সংকেতের কারণে দর্শনা হল্ট স্টেশনে ঢুকে। ঠিক এ সময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী আরেকটি ট্রেনের সঙ্গে ফরিদপুর থেকে আসা ট্রেনটির সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে দুটি ট্রেনের ইঞ্জিনই দুমড়ে-মুচড়ে যায়। উদ্ধারকাজ শুরু চলছে।

একে/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি