ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ঢাবির অধিভূক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষার ফল কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার প্রকাশিত হবে। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও পাস কোর্সের ভর্তি পরীক্ষার ফল কাল মঙ্গলবার প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়েল অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাব এ ফল ঘোষণা করবেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ৯ ডিসম্বর ২০১৭ বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। কাল ফল ঘোষণার পরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির প্রকিয়া জানানো হবে।

উল্লেখ্য, কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি