ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

তোপের মুখে বহিরাগত জুটি

ঢাবি-বুয়েট দফায় দফায় সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বহিরাগত এক জুটিকে তাড়ানো নিয়ে দুই দিন সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা

আগের দিন শুক্রবারের ঘটনার জের ধরে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বুয়েটের তিতুমীর হলে ধরে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদে ঢাবি ছাত্ররা জোট বেঁধে সেখানে হামলা চালিয়ে ও ভাংচুর সহপাঠীকে উদ্ধার করে। এরপর দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাঠিসোটা নিয়ে পলাশী মোড় এলাকায় পাল্টাপাল্টি অবস্থান আর ইটপাটকেল নিক্ষেপে প্রায় পাঁচজন ছাত্র আহত হয়েছেন।

এ ঘটনার মধ্যেই বান্ধবীকে বুয়েটের হলে পৌঁছে দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাবির এক শিক্ষার্থী। এ ঘটনায় ওই ছাত্রীকেও নাজেহাল হতে হয়েছে সহপাঠীদের হাতে। রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ও ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে  পরিস্থিতি শান্ত হয়। এসময় স্ব স্ব হলে ফিরে যান ঢাবি ও বুয়েটের শিক্ষার্থীরা।

আহত বুয়েটের পাঁচ শিক্ষার্থী সৌরভ, আবু আব্দুল্লাহ, দিব্য মণ্ডল, মুহুরী ও সাদমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানিয়েছেন, এই ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করেছি।

ঘটনার সূত্রপাত যেভাবে: বুয়েটের প্রথম বর্ষের একদল শিক্ষার্থী বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে অবস্থানরত ‘গাঁজাসেবী’ ও ‘বহিরাগত প্রেমিক-প্রেমিকার’ ওপর চড়াও হয়। তারা একসঙ্গে বসে থাকা জুটিদের স্ট্যাম্প-লাঠিসোঁটা নিয়ে তাড়া করেন।

ওই সময় বসে থাকাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি পরিচয়পত্র দেখানোর পর তাদের চলে যেতে বলা হয়। তারা রওনা হলেও মেয়েটিকে নিয়ে কটূক্তি করেন কয়েকজন ছাত্র। ঢাবির ওই ছাত্র তার প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে অন্যদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে ঢাবি ছাত্র চলে আসেন।

ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে পলাশী মোড়ে বুয়েটের এক শিক্ষার্থীকে মারধর করেন ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলের একদল ছাত্র। শুক্রবার দুপুরে পলাশী মোড় থেকে ইমরান নামে জহরুল হক হলের এক ছাত্রকে ধরে বুয়েটের তিতুমীর হলে নিয়ে যান একদল ছাত্র।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি