তারেক রহমানের নির্দেশে রাজশাহীর পূজামণ্ডপে অনুদান বিএনপি নেতার
প্রকাশিত : ১২:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার ৯টি ইউনিয়নের ৪২টি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় তিনি পুজামণ্ডপ কমিটির হাতে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক অনুদান ও একটি ফুটবল উপহার দেন। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের জন্য দুই হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেন তিনি।
এ সময় সুলতানুল ইসলাম তারেক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করতে পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা সজাগ ও সতর্ক রয়েছে। বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। অতীতেও যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এএইচ
আরও পড়ুন