ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

তিন দিন ধরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক বন্ধ(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গত ৩ দিন ধরে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে বেইলী ব্রীজের পাটাতন ভেঙ্গে একটি মালবাহী ট্রাক মাঝখানে আটকা পড়ে আছে। ফলে বন্ধ হয়ে গেছে শ্রীমঙ্গলের সাথে কমলগঞ্জের সড়ক যোগাযোগ। এতে ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ এলাকাবাসী।

গত বুধবার গভীর রাতে লাউয়াছড়ার জানকিছড়া এলাকায় বেইলী ব্রিজের পাটাতন হঠাৎ করে ভেঙ্গে পড়ে। এসময় একটি মালবাহী ট্রাক মাঝামাঝি অবস্থায় আটকা পড়ে। এর পর থকে ওই  সড়কে বন্ধ হয়ে যায় গাড়ী চলাচল। এতে ভোগান্তিতে পড়েন শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকসহ বাসিন্দরা।

এদিকে যানবাহন না চলায় পরিবহন শ্রমিকরাও ভুগছেন চরম অর্থকষ্টে।

মোস্তাফিজুর রহমান মুকিত, সভাপতি- শ্রীমঙ্গল- কমলগঞ্জ বাস মালিক সমিতি

মৌলভীবাজার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানান, বেইলী ব্রীজের পাটাতন জোড়া না লাগানো পর্যন্ত এটি বন্ধ রাখতে হবে।

শেখ সোহেল, নির্বাহী প্রকৌশলী  সড়ক ও জনপথ মৌলভীবাজার

দ্রুত ব্রীজটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার দাবী ভুক্তভোগীদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি