ঢাকা, বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫

তিস্তা-যমুনা-ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি অব্যাহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ১৩ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

উজানের পাহাড়ী ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে বন্যার আশঙ্কা করছেন নিম্নাঞ্চলের মানুষ।

ফলে ফুলছড়ি উপজেলার উড়িয়া, কঞ্জিপাড়া, কেতকির হাট, চর কালাসোনা ও গাইবান্ধা সদর উপজেলার খারজানি, রসুলপুর, রগুপ্তমনিসহ বেশ কয়েকটি চরের মানুষ বন্যার আশঙ্কায় রয়েছেন। 

অন্তত ২২টি ছোট বড় চরের লোকজন বন্যার পানির ভয়ে অন্য চরে আশ্রয় নিয়েছেন। 

সরেজমিনে দেখা যায়, অনেক চরের চারপাশের নিচু জমিতে পানি উঠেছে। 

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বিপদসীমা ছুই ছুই করছে। 

এদিকে, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে এ পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২২ মিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে।

বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। পাউবো কর্মকর্তারা জানিয়েছেন, সতর্কাবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি