ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:০৭, ২৬ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাশার মোল্লা (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। 

নিহত বাশার মোল্লা আমঝুপি মীর পাড়ার খালেক মোল্লার ছেলে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সদর উপজেলার আমঝুপি মীরপাড়ায় মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির বিদ্যুৎ পোল বসানোর কাজে নিয়োজিত শ্রমিকরা বাশার মোল্লার বাড়ির সামনের সড়ক দিয়ে দ্রুতগতিতে পোল বোঝায় আলগামন গাড়ি নিয়ে যাচ্ছিল। এসময় বাশার মোল্লার ছেলে সালাউদ্দিন ধীরে গাড়ি চালাতে বললে ঠিকাদার হাসেম ও তার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। খবর পেয়ে পিতা বাশার ছুটে এসে ছেলেকে বাচাঁতে গেলে তারা তাকেও পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। এরপরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার বাশার মোল্লাকে মৃত ঘোষণা করেন। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেন, এঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি