ঢাকা, রবিবার   ০৯ নভেম্বর ২০২৫

বর্ষিয়ান আলেম মাওলানা আব্দুল হান্নান আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৮, ৮ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাদুল উলামা মাওলানা আব্দুল হান্নান (৮০) আর নেই। তিনি একজন উচ্চশিক্ষিত আলেম ছিলেন। 

আজ শনিবার (৮ নভেম্বর) বেলা ২টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি (মাঝপাড়া) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ হাজারো ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। 

তিনি বাংলাদেশ টেলিভিশন ও ইংরেজি দৈনিক নিউএজের করেসপনডেন্ট এবং আই নিউজের সম্পাদক হাসানাত কামালের পিতা। 

মাওলানা আবদুল হান্নান ছিলেন কোরআন ও হাদিসের খাদেম এবং শত শত আলেমদের উস্তাদের উস্তাদ। তিনি শিক্ষা জীবনে একাধারে হাদিস ও ফিক্বাহর কিতাব পড়িয়েছেন।

আজ শনিবার রাত ৮টায় আথানগিরি স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

মাওলানা আবদুল হান্নান ছিলেন একজন উচ্চ শিক্ষিত আলেম। যিনি উচ্চশিক্ষা নিয়েও এলাকার মানুষকে আলোকিত করতে নিজ গ্রামে সারাটি জীবন কাটিয়ে দিয়েছেন। জীবনে হাজারো ছাত্রকে শিক্ষা দিয়েছেন। গ্রামের পিছিয়ে পড়া মানুষকে আলোকিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি