ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৬ নভেম্বর ২০২২ | আপডেট: ১২:৪৩, ১৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে এ স্থানে ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, একই দিন সকাল ৯টার দিকে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়।

জানা গেছ, তেঁতুলিয়ায় রাত থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। ভোরে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করছে যানবাহন। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। দিনের বেলা সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায় তবে ঠান্ডার প্রকোপ বেড়ে যায়। প্রতিদিন দুপুরে ঝলমলে কুয়াশা-মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে এ বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই শীতের আমেজ শুরু হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে ঠান্ডা বাতাসের কারণে রাতে শীত বেশি অনুভূত হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি