ঢাকা, শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইসি’র নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ১৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বুধবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হল: নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আগামী ১৮ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

এতে বলা হয়, পোস্টাল ব্যালট পেতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ভোটারদের অবস্থান করা দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে। 

সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি