ঢাকা, মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫

থমথমে খাগড়াছড়ি পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পাহাড়ী স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় খাগড়াছড়িতে সহিংসতার পর পরিস্থিতি এখনও থমথমে। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

এ ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। অবরোধের কারণে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ সমর্থকরা জেলার বিভিন্ন স্থানে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ পালন করছেন। 

এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল পিকেটারদের সড়কে দেখা গেলেও আজ রোববার তা চোখে পড়ছেনা।

তবে জেলা শহরসহ আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। সেনাবাহিনী টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে গতকাল শনিবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

এদিকে, অবরোধকে কেন্দ্র করে গতকাল খাগড়াছড়িতে সহিংসতার পর পরিস্থিতি এখনো থমথমে। আতংকে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হন। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন। সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করেছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি