দাবি না মানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের
প্রকাশিত : ১৬:১২, ৮ ডিসেম্বর ২০২৫
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের এক দফা দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে দুই শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি ঠিক করার কথা জানান।
আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। রোববার (৭ ডিসেম্বর) রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে আমরা আন্দোলন থেকে সরে যাব না।
উল্লেখ্য,রোববার (৭ ডিসেম্বর) সকালে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেন। পরে সেখান থেকে দুপুরের দিকে শিক্ষা ভবনের সামনের সড়কে অবস্থান নেন।
এমআর//
আরও পড়ুন










