ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দামেস্কের কাছে ইসরায়েলি বিমান হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০১, ২ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ইসরায়েল শনিবার দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজধানীতে একটি বিকট শব্দের কথা উল্লেখ করে এএফপি’র এক সাংবাদিককে হামলার কথা জানায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটে (গ্রিনীচ মান সময় বিমান হামলা চালায়। খবর এএফপি’র।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এর আগে রাজধানীর কাছে ইসরায়েলি আগ্রাসনের কথা জানায়।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রাথমিকভাবে ইরান-সমর্থিত বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানগুলোতে শত শত বিমান হামলা চালায়।

তবে অক্টোবরে হিজবুল্লাহর মিত্র হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা হামলা জোরদার করেছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি