ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কমলপুর ইউনিয়নের আটোর সীমান্তের ৩১৩ সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত মোজাফফর হোসেন দিনাজপুর সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

দিনাজপুর ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম জানান, ভোরে ৭/৮ জনের একটি চোরাকারবারী দল সীমান্ত অতিক্ররের চেষ্টা করলে ভারতীয় ৪১ বিএসএফের টহল দল তাদেরকে লক্ষ্য করে গুলি করে। মোজাফফর হোসেন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

 

একে/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি