ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

দীর্ঘদিন ধরেই জলপথে জিম্মি ভোলার মানুষ

প্রকাশিত : ১০:০০, ২৬ জুন ২০১৬ | আপডেট: ১০:০০, ২৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

দীর্ঘদিন ধরেই জলপথে জিম্মি ভোলার প্রত্যন্ত জনপদের লাখো মানুষ। এক ব্যক্তি এককভাবে জাহাজ চালানোয় নানামুখী লাঞ্চনার শিকার বোরহানউদ্দিনের হাকিমুদ্দিনঘাট, মির্জাকালুসহ পার্শ্ববর্তী ২৮ গ্রামের বাসিন্দা। লঞ্চ আছে, আবার লঞ্চ নাই-ও। কারণ দিন-রাত্রি মিলে এতোবড় এলাকা থেকে ঢাকায় যাওয়া কিংবা আসার জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে রয়েছে একই ব্যক্তির মালিকানাধীন মাত্র একটি জলযান। আর তাতে সওয়ার হতে ভোলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে প্রতিযোগিতার শেষ নেই। একক রাজত্বের কারণেই এলাকার জনগণ সেবার বদলে হেনস্থার শিকার প্রতিনিয়ত। কৃষিপ্রধান বোরহানউদ্দিন উপজেলার মানুষ দীর্ঘদিন ধরেই নাজেহাল আর ভোগান্তির কথা জানিয়েছেন বিভিন্ন মহলে। যাতায়াতের কষ্ট দূর করতে অবিলম্বে লঞ্চের সংখ্যা বাড়ানোর দাবি প্রত্যন্ত এলাকার মানুষের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি