ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দুইটি মোবাইল গেম চালু করলো গ্রামীণফোন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

গ্রাহকদের জন্য মোবাইল ভিত্তিক দুইটি গেম চালু করেছে গ্রামীণ ফোন। দেশে ডিজিটাল ইকোসিস্টেমকে আরো সুদৃঢ় করার লক্ষ্যেই এই গেম দুইটি চালু করা হয়েছে বলে জানায় দেশের অন্যতম শীর্ষ এই মোবাইল ফোন নেটওয়ার্ক প্রতিষ্ঠান।

গেম দুইটির নাম ‘ব্যাটেল রেজ’ এবং ‘স্কেচ জার্নি’।  

আজ বুধবার রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই গেম দুইটি উন্মোচন করা হয়। নতুন মোবাইল গেম দু’টি এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

এপিআই হাব প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে গেম দুইটি বাজারে আনা হয়েছে। এই হাব ব্যবহার করে গেম নির্মাতারা তাদের গেম চালু  এবং তার মাধ্যমে অর্থ আয় করতে পারে। 

গেম উন্মোচন অনুষ্ঠানে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, ‘স্থানীয় ডেভলপারদের অভিনব ও প্রাণবন্ত গেম তৈরি অবিশ্বাস্য কোনো বিষয় নয়। বাংলাদেশে সুপ্ত প্রতিভা রয়েছে আর তা বিশ্বের সামনে তুলে ধরার অপেক্ষায় আছে। নতুন দু’টি গেম উন্মোচন সুপ্ত প্রতিভার এক ঝলক মাত্র, সামনে রয়েছে অপার সম্ভাবনা এবং এসব মেধাবীদের সহায়তা করার ক্ষেত্রে গ্রামীণফোন দৃঢ়-প্রতিজ্ঞ।’ 

অনুষ্ঠানে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়, ‘ব্যাটেল রেজ’ সবার মাঝে গেমিং অভিজ্ঞতা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গেমাররা দলবদ্ধভাবে শুটিং গেমটি খেলতে পারবেন, এমনকি এলএএন (ল্যান) অথবা অনলাইন মাল্টিপ্লেয়ার অপশন ব্যবহার করে নিজ দলের মধ্যে কিংবা অপরিচিত অন্য কোনো গেমারকে চ্যালেঞ্জ দেয়ার সুযোগ রয়েছে গেমটিতে। আকর্ষণীয় চরিত্র, আধুনিক অস্ত্র, মাল্টিপল ম্যাপ, ফেসবুক কানেক্টিভিটি, ল্যান কানেক্টিভিটি এবং অন্যান্য আরও অনেক ফিচার রয়েছে ‘ব্যাটেল রেজ’ গেমটিতে।

অন্যদিকে, অবিরতভাবে স্কেচ করার মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোই ‘স্কেচ জার্নি’ গেমটির মূল প্রতিপাদ্য। গেমটি অনেক সহজে এবং অনলাইনে অন্যান্য গেমার বন্ধুদের বিপরীতেও খেলা যায়।

গেম দুইটি বিস্তারিত জানা যাবে এই লিংকেঃ

https://www.facebook.com/battlerage.whiteboard

http://www.facebook.com/sketchjourney.whiteboard

এসি 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি