ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

দুই ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অবৈধভাবে ওষুধ বিকিকিনির অভিযোগে দোহার উপজেলার জয়পাড়া বাজারের দুটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুর ১২টার দিকে জয়পাড়া বাজারের রহমান ফার্মেসি ও লটাখোলা ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) ইমরুল হাসান।

জানা যায়, অভিযান চলাকালে ওই দুই ফার্মেসি থেকে অবৈধ পন্থায় কেনা বেশকিছু ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রহমান ফার্মেসিকে ৫০ হাজার টাকা ও লটাখোলা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান।

ওষুধ আইন-১৯৪০ এর ২৭ ধারা লঙ্ঘন করে ওষুধ ক্রয়-বিক্রয় ও মজুদ করার অপরাধে তাদের জরিমানা করা হয়েছে।

 

ডিডি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি