ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

দুই বছর ধরে জরাজীর্ণ বরুনাতৈলের সেতু, দেখার কেউ নেই (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মহম্মদপুর উপজেলা থেকে মাগুরা জেলা সদরে প্রবেশের একমাত্র যাতায়াত ব্যবস্থা আলোকদিয়া, বরৈই ও বরুণাতৈল গ্রামের ভেতর দিয়ে। আর এই পথে বরুনাতৈল গ্রামে খালের উপর নির্মিত সেতুটি দুই বছর ধরেই রয়েছে ঝূঁকিপূর্ণ অবস্থায়। দ্রুত সংস্কার না করলে সেতুতে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। 

এমনিতেই সরু সেতুটি দিয়ে হেঁটে পারাপার করা গেলেও যানবাহন চলাচলে পড়তে হয় ভোগান্তিতে। তারওপর অনেকদিন ধরে সেতুর দুই পাশের রেলিং ভেঙে জরাজীর্ণ হয়ে পড়েছে। 

বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে আলোকদিয়া, পাতুরিয়া, বাকবাড়িয়া, বরৈই বারাশিয়াসহ ১০ গ্রামের মানুষ। 

শহর থেকে দুই কিলোমিটার দূরত্বে এই সেতুটির বেহাল দশা ও সরু হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুই বছর ধরে সেতুর এমন দুরাবস্থা হলেও যেন দেখার কেউ নেই। 

তবে সড়ক বিভাগ বলছে, সেতুটি মেরামতের কাজ দ্রুতই শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি অর্থবছরেই শুরু হবে সেই কাজ।

বড় দুর্ঘটনা এড়াতে নতুন করে সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসির। 

এসবি/ 


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি