ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

দুদকের হটলাইনে এক সপ্তাহে ৭৫ হাজার কল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ৪ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইনে ব্যাপক সাড়া পড়েছে। প্রথম এক সপ্তাহেই প্রায় ৭৫ হাজার মানুষ ফোন করে নানা অভিযোগ করেছেন। হটলাইন নম্বর ১০৬ চালু হওয়ার পর থেকেই রোজ হাজার হাজার মানুষ এটিতে ফোন করে নানা অভিযোগ করছেন।
বিষয়টি নিশ্চিত করে কমিশনের মুখপাত্র প্রণব ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, বেশির ভাগ মানুষ যেসব অভিযোগ করছেন, তার একটি বড় অংশ দুদকের এখতিয়ারের বাইরে। অনেকে তাঁদের পারিবারিক সমস্যা নিয়েও কমিশনের কাছে অভিযোগ করছেন।
দুইশ’র বেশি অভিযোগ দুর্নীতি দমন কমিশন তদন্ত করে দেখছে। দুর্নীতি দমন কমিশন আশা করছে, তাদের চালু করা হটলাইন লোকজনকে ঘুষ দেওয়া থেকে বিরত রাখতে সাহায্য করবে।
দুদকের মুখপাত্র বলেন, এটা দুর্নীতি প্রতিরোধে সাহায্য করবে। আমরা ভবিষ্যতে খুব ইতিবাচক ফল পাব। কমিশন এরই মধ্যে তিনটি কমিটি গঠন করেছে। তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে যারা ঘুষ চাইবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে গত বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩ নম্বরে।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি