ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

দুর্যোগে গণমাধ্যম কর্মীদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে বলে

প্রকাশিত : ২১:০২, ১৩ জুলাই ২০১৬ | আপডেট: ২১:০৫, ১৩ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

প্রাকৃতিক বা মানবসৃষ্ট যে কোন দুর্যোগে গণমাধ্যম কর্মীদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দুর্যোগ ঝুঁকি হ্রাসে জার্নালিস্ট ফেলোশিপ কর্মশালয় এ কথা বলেন তারা। বিশ্ব জলবায়ু পরিবর্তনে পৃথিবির সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। দুর্গত মানুষ ও জনপদের সঠিক চিত্র দেশ ও বিশ্ববাসির কাছে তুলে ধরেণ গনমাধ্যম কর্মীরাই। তবে এ ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান ও দক্ষতা না থাকলে হতে পারে বিপদ। অন্যদিকে অনুসন্ধানি সাংবাদিকতা হলে গুম বা নিখোঁজের আসল রহস্য আরও আগেই জানা যেত বলে মত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার। সেভ দ্যা চিলড্রেন দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রকল্পের অধীনে ১২ সাংবাদিককে ফেলোপিদ দেবে। এক বছর পরে যেখান থেকে নির্বাচিত করা হবে সেরা দুই রিপোর্টার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি