দেশের মঙ্গল কামনায় মোমবাতি জ্বালিয়ে নড়াইলে দীপাবলি উৎসব উদযাপন
প্রকাশিত : ১১:১২, ৩০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১২, ৩০ অক্টোবর ২০১৬
দেশের মঙ্গল কামনায় মোমবাতি জ্বালিয়ে নড়াইলে দীপাবলি উৎসব উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
শ্যামা পূজা উপলক্ষে শনিবার প্রথমবারের মতো জেলার লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে দীপাবলি উৎসবের আয়োজন করা হয়। গত রাতে মন্দির চত্বর, পুকুরপাড়, ভাসমান নৌকাসহ স্থাপনাগুলোতে জ্বালানো হয় এক লাখ মোমবাতি। সেসময় উৎসবে আসা ভক্ত ও দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এদিকে উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে নাটোরে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পুজা। একই সাথে উদযাপন করা হয়েছে দিপাবলী উৎসবও।
আরও পড়ুন