ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

দেশের রাজনীতিতে সততার অভাব রয়েছে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৮:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

দেশের রাজনীতিতে সততার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে সৎ এবং শিক্ষিত লোকের প্রয়োজন। তা হলে রাজনীতিতে ভবিষ্যতে অসৎ এবং খারাপ লোকেরা প্রবেশ করবে। এতে দেশের রাজনীতিতে বিরূপ প্রভাব পড়বে। অনুষ্ঠানে শিশু কিশোরদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আর্দশ জীবন গড়ে তুলতে হবে। বিপদগামী না হতে মাদক না বলারও শপথ পাঠ করান শিশু কিশোরদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি